তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ সম্প্রতি আলোচনায় এসেছে।
Published : 15 Sep 2024, 03:40 PM
জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়ার একদিনের মধ্যে কপাল পুড়েছিল যে উপসচিবের, সেই পি কে এম এনামুল করিমকে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
শনিবার এক আদেশে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ৯ সেপ্টেম্বর দেশের ২৫ জেলায় ডিসির দায়িত্ব পান সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, যার মধ্যে সিলেটের দায়িত্ব পড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এনামুল করিমের কাঁধে।
পরদিনই আরেক আদেশে ওই দায়িত্ব দেওয়া হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব শের মাহবুব মুরাদকে। একই প্রজ্ঞাপনে আগের দিনের আদেশের এনামুল করিম অংশটুকু বাতিল করার কথা জানানো হয়।
এনামুল করিম ডিসির দায়িত্ব পাওয়ার পরপরই তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় আসামিদের বাঁচাতে বিভিন্ন ধরনের তৎপরতা চালান তখনকার এডিসি এনামুল।
এর আগে ২০১৪ সালে ফেনী শহরের এসএসকে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক ব্যাংক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তৎকালীন ইউনও এনামুলের বিরুদ্ধে।
আরও পড়ুন