গত বছরের ৭ ডিসেম্বর ‘বিচারকদের সতর্ক করে ভিপি নুরের আপত্তিকর বক্তব্য’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়।
Published : 01 Aug 2024, 03:10 PM
আদালত অবমাননার মামলায় গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নাকচ করেছে হাই কোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নুরের বিরুদ্ধে আদালত অবমাননার এ মামলায় আদেশ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আটকের পর কারাগারে থাকায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও শুনানির জন্য তার পক্ষে সময়ের আবেদন করা হয়।
নুরের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৌফিক ইনাম টিপু ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
পরে মাকসুদ উল্লাহ বলেন, “নুরুল হক নুর বর্তমানে কারাগারে থাকায় তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে আগামী ২৮ অগাস্ট পরবর্তী শুনারি দিন ধার্য করেছে।“
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর বনানী থানায় নাশকতার একটি মামলায় গত ২০ জুলাই নুরকে গ্রেপ্তার করা হয় বলে অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ জানান।
গত বছরের ৭ ডিসেম্বর ‘বিচারকদের সতর্ক করে ভিপি নুরের আপত্তিকর বক্তব্য’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় পত্রিকায়।
রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশের খবর নিয়ে প্রতিবেদনটি করা হয়। সেখানে বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নুর ‘আপত্তিকর’ বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।
গত ১৭ ডিসেম্বর সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা ওই প্রতিবেদন নজরে আনলে হাই কোর্ট নুরকে তলব করে এবং বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে রুল জারি করা হয়।
পুরনো খবর
বিচারক সম্পর্কে 'আপত্তিকর' বক্তব্য, নুরকে হাই কোর্টে তলব
এভাবে বললে তো বিচার ব্যবস্থা ভেঙে পড়বে: নুরকে হাই কোর্ট