সচিবালয়ের নিরাপত্তার কাজে সংশ্লিষ্ট এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অস্ত্র ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Published : 06 Aug 2024, 02:18 PM
সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে লুট হওয়া ৪০টি অস্ত্র শিক্ষার্থীরা ফিরিয়ে দিয়েছেন।
সচিবালয়ের নিরাপত্তার কাজে সংশ্লিষ্ট এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অস্ত্র ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কথা বলতে জাতীয় সংসদের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস তানভীর হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে কয়েকটি সংবাদমাধ্যম তাকে উদ্ধৃত করে লিখেছে, জাতীয় সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের ৪০টি অস্ত্র কেড়ে নিয়েছিল জনতা। পরে শিক্ষার্থীরা সেগুলো জমা দিয়েছে।
অস্ত্র ফেরত দেওয়া শিক্ষার্থীরা ‘দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে’ বলেও মন্তব্য করেছেন তানভীর হাসান।
সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনের মুখে পদত্যাগ করে সোমবার দেশ ছাড়েন। সেই খবরে জনতা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবনে ঢুকে পড়ে উল্লাস করে।
পতাকা হাতে সংসদ ভবনের ছাদে উঠে পড়েন অনেকে, অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে উল্লাস করেন, সেখানে তাদের সিগারেট টানতে ও সেলফি তুলতে দেখা যায়। কেউ গোসলে নেমে পড়েন সংসদের লেকে।
সংসদ ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করেন তারা। চেয়ার বসে ছবি তোলেন। কেউ নাচানাচি আর হৈ হুল্লোর করছিলেন।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে দামি জিনিসপত্র, টেলিভিশন, ফুলের টব, চেয়ার, লেপ, হাঁস, বালতি, মাছ, মাংস নিয়েও বের হতে দেখা যায় অনেককে।