কর্মশালায় প্রতিদিন ৩০ জন করে মোট ১৫০ জন চালক, হেলপারকে প্রশিক্ষণ দেওয়া হবে।
Published : 16 Mar 2025, 07:39 PM
গণপরিবহনে নারীদের যৌন হয়রানি রোধে বাসচালক ও হেলপারদের প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনে পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
কর্মশালায় প্রতিদিন ৩০ জন করে মোট ১৫০ জন চালক, হেলপারকে প্রশিক্ষণ দেওয়া হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে সহযোগিতা করছে সুইডিশ দূতাবাস।
উদ্বোধন অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ব্র্যাকের একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে নীলিমা আখতার বলেন, দেশে গণপরিবহনে যাতায়াতকালে ৯৪ শতাংশ নারী মৌখিক, শারীরিক ও অন্যান্যভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন।
“তাদের মধ্যে ৬৬ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয় ৪১-৬০ বছর বয়সী পুরুষ দ্বারা। দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকা, বাসে অতিরিক্ত যাত্রী বহন, যানবাহনে অপর্যাপ্ত আলো, তদারকির অভাবে (সিসি ক্যামেরা না থাকা) নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন।”
তিনি বলেন, সরকার নারীবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে চায়। নারীদের যথাযথ উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। গণপরিবহন ব্যবহারকারীদের আচরণগত পরিবর্তন আনা অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী, ডিটিসিএর বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ধ্রুব আলম, ডিটিসিএর ট্রেনিং অ্যাডভাইজর মোহাম্মদ হামিদ মিয়া বক্তব্য রাখেন।