ভবনের নবম তলায় প্লস্টারের কাজ করার সময় পা পিছলে পড়ে যান ১৯ বছর বয়সী জসিম উদ্দিন।
Published : 11 Nov 2024, 03:56 PM
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিক মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন সোমবার বেলা ১১টার দিকে ভবনের নবম তলায় প্লাস্টারের কাজ করার সময় ‘পা পিছলে পড়ে যান’ ১৯ বছর বয়সী জসিম উদ্দিন।
“গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।”
রাজমিস্ত্রী জসিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিশালপুর গ্রামে; তার বাবার নাম মো. দেওয়ান।
পরিদর্শক ফারুক জানিয়েছেন, জসিমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায়ও জানানো হয়েছে।