ক্ষমতার পালাবদলের পর গত ১৩ অগাস্ট জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
Published : 30 Oct 2024, 02:28 PM
জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ‘গণহত্যায়’ জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার জসীম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ জানান।
‘গণহত্যার’ অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা এক মামলায় জসীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ক্ষমতার পালাবদলের পর গত ১৩ অগাস্ট জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
প্রসিকিউটর সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে রংপুর থেকে আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে।”