জাতীয় পতাকা উৎসবে যোগ দিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন লাল-সবেুজের পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ।
Published : 02 Mar 2014, 11:53 PM
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’র উদ্যোগে চতুর্থজাতীয় পতাকা উৎসবে অংশ নিয়ে তিনি তার হতাশার কথা জানান।
উৎসবে আয়োজক সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য নাজমুল হোসেন পাঠ্যপুস্তকেজাতীয় পতাকার নকশাকার হিসেবে শিব নারায়ণ দাশকে স্বীকৃতি দেয়ার দাবি তোলেন।
শিব নারায়ণ দাস বলেন, “পতাকাটি তৈরী করা হয়েছিল স্বাধীনতার জন্য, স্বাধীনজাতির জন্য, গণতন্ত্রের জন্য ও অসম্প্রদায়িক বাংলাদেশের জন্য।
“কিন্তু ৪৩ বছর পরে এসেও এই দেশে যে স্বেচ্ছাচারিতা, সন্ত্রাস, অবিচারও জঙ্গিবাদের আতঙ্ক দেখতে পাই। তাতে মনে হয়, এই দেশের জন্য পতাকাটি তৈরি করা হয়নি।”
নাজমুল হোসেন বলেন, “আমাদের জাতীয় পতাকার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে তরুণপ্রজন্মকে ভুলভাবে শেখানো হচ্ছে। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান নন, শিব নারায়ণদাশ।”
তিনি বলেন, একাত্তরে লাল-সবুজের মূল পতাকার নকশা করেন শিব নারায়ন দাশ।ওইপতাকায় লাল অংশের মাঝে একটি মানচিত্র ছিল। পরে কামরুল হাসান মানচিত্রটি সরিয়ে ফেলায়তাকেই নকশাকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
পতাকার মাঝে মানচিত্র আঁকার কারণ ব্যাখ্যা করে শিব নারায়ণ দাশ বলেন, পূর্ববাংলা এবং পশ্চিম বাংলা আলাদা করে নির্দিষ্ট ভূখণ্ড বোঝাতে মানচিত্রটি দেয়া হয় এবংস্বাধীনতার পরে মানচিত্রটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছিল।
মানচিত্র সরানোর কারণ তুলে ধরে তিনি বলেন, “পতাকা সঠিকভাবে তুলে ধরা জাতিরকর্তব্য। কিন্তু মানচিত্র থাকায় পতাকাটি আঁকা অনেক কঠিন এবং বিকৃত হওয়ার সম্ভাবনা বেশি।তাই সহজ করে পতাকা আঁকার জন্য মানচিত্রটি সরানোর সিদ্ধান্ত হয়েছিল।”
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে প্রথম বাংলাদেশেরপতাকা ওড়ানো হয়েছিল। ওই ঐতিহাসিক ঘটনা উদযাপনে প্রতি বছর পতাকা উৎসব আয়োজন করে জয়ধ্বনি।
জাতীয় পতাকা উড়িয়ে উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকআ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে ছিলেন ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খান, সাবেকজিএস মাহবুব জামান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ, সেক্টর কমান্ডারস ফোরামেরভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব।
এর আগে অনুষ্ঠানে ফোরকান বেগম, গীতশ্রী চৌধুরী এবংফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা দেয়া হয়।