মুজাহিদকে ঢাকায় স্থানান্তর

রায়ের আগের দিন নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2013, 06:54 AM
Updated : 16 July 2013, 08:42 AM

যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার মুজাহিদ নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায়, বুধবার তার বিরুদ্ধে মামলায় রায় দেয়া হবে।

রায়ের তারিখ ঠিক হওয়ার পর জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

বিকালে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে একাত্তরে ‘আলবদর বাহিনীর’ এ শীর্ষ নেতাকে ঢাকায় পাঠানো হয়।

সন্ধ্যার পরপরই মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জ্যেষ্ঠ কারাধ্যক্ষ ফরমান আলী।

নারায়ণগঞ্জের কারাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর ১২ ডিসেম্বর গাজীপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আনা হয় জামায়াতের এই নেতাকে।

তখন থেকে নারায়ণগঞ্জে ছিলেন মুজাহিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানির সময় তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা নেয়া হতো।