নিয়ম করে আদালতে ‘অগ্রগতি’ প্রতিবেদন জমা দেয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ‘উদ্ধার কার্যক্রম’।
Published : 17 Apr 2013, 02:15 PM
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি তার বনানীর বাসার কাছে আমতলী থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িতে পাওয়া একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি ইলিয়াস আলীর। ওই সময় গাড়িচালক আনসারকেও পাওয়া যায়নি।
‘নিখোঁজের’ পরদিন তাকে ফেরত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন স্ত্রী তাহসিনা রুশদীর।
এরপর তাকে উদ্ধারে গাজীপুরের পূবাইলসহ বিভিন্ন স্থানে র্যাব-পুলিশ যৌথ অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর তার সন্ধান চেয়ে সারাদেশে পাঁচ দিন হরতালসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি।
এক পর্যায়ে আদালত ইলিয়াসের সন্ধানে বনানী থানা পুলিশকে তদন্ত করে নিয়মিত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়।
ঘটনার এক বছরের মাথায় বুধবার পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিমাসে পুলিশ আদালতের নির্দেশনা মেনে এম ইলিয়াস আলীর উদ্ধারের ব্যাপারে অগ্রগতি প্রতিবেদন জমা দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বনানী থানার এক জন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো নিখোঁজের উদ্ধারের ব্যাপারে কোন ইতিবাচক তথ্য সংগ্রহ করতে পারেননি তদন্ত কর্মকর্তারা। তাই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে পুলিশের এম ইলিয়াস আলীকে উদ্ধার তৎপরতা।”
বনানী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাঈনুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা আসার পর থেকে এ পর্যন্ত তারা ২৫টি প্রতিবেদন জমা দিয়েছেন।
তিনি বলেন, “আমরা তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করছি। তবে এখনো তদন্তে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি।”
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে ছিনতাইকারীর গুলিতে আহত এক উপপরিদর্শককে দেখতে গেলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের কাছে ইলিয়াসের উদ্ধারের বিষয়ে জানতে চায় সাংবাদিকরা।
এদিকে ‘নিখোঁজ’ হওয়ার এক বছর পরও তার ফিরে আসার অপেক্ষায় দিন গুণছেন ইলিয়াসের স্ত্রী ও সন্তানরা।
বুধবার সকালে নিজ বাসায় ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর সাংবাদিকদের বলেন, “সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিক হলে এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়া যাবে বলে আমি এখনো মনে করি।”
তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার উদ্ধার তৎপরতায় অগ্রগতির বিষয়ে আমাদের কিছুই জানাচ্ছে না। এম ইলিয়াস আলী আলী বেঁচে আছেন এমনটিই বিশ্বাস তার।