ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার পাঠদান ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
Published : 07 Apr 2025, 12:29 AM
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূ-খণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও পরীক্ষা বর্জন, অফিস আদালত বন্ধ রাখার জন্য আহ্বান জানিয় ইসলামী ছাত্রশিবির।
বিশ্বব্যাপী ডাকা এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলও। এছাড়া মঙ্গলবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে সংগঠনটি।
রোববার সংগঠন দুটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সোমবার পাঠদান ও পরীক্ষা স্থগিত করেছে। দুই ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের দপ্তরও বন্ধ রাখা হবে বলে জানিয়েছে জনসংযোগ দপ্তর।
গাজায় গণহত্যা বন্ধ না করা পর্যন্ত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ নামে বিশ্বজুড়ে শিক্ষাঙ্গনে ‘ধর্মঘটের’ কর্মসূচি ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন ও মাঠপর্যায়ের কর্মীরা।
গণহত্যা বন্ধের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে এই কর্মসূচির পালনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
তারা সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান-পরীক্ষা বর্জন ও অফিস-আদালত বন্ধ রাখার জন্য দেশের ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ ও চলমান গণহত্যা বন্ধে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি বিশেষভাবে আহ্বান জানান তারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান এবং দুপুর ১২টায় প্রতিটি শহরের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে শহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে ছাত্রদল।
গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির একটি বিবৃতিতে বলেন, ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।
একই সঙ্গে ‘শহীদ’ ও যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সোমবার ‘বিশ্বজুড়ে ধর্মঘট’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশের কথা বলেছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত
গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়াও দুই ঘণ্টা দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ‘ক্লাস ও পরীক্ষা বর্জন’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সে জন্য প্রশাসন সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
এ ছাড়া সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।