নরসিংদী সদর উপজেলায় জামায়াত-শিবির কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
Published : 01 Mar 2013, 10:38 AM
চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়ায় জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে এ হামলা চাল নো হয় বলে পুলিশ জানিয়েছে।
নরসিংদী সদর থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘোড়াদিয়ার জামায়াতকর্মী মতি শিকদারের বাড়ির মসজিদ ও পাশের সোনাতলার হারিছ মোল্লার বাড়ি সংলগ্ন মসজিদ থেকে জুমার নামাজের পর জামায়াত-শিবির কর্মীরা মিছিল শুরু করেন।
এতে বাধা দিলে মিছিলকারীরা থানার ওসি মো. আজিজুর রহমানকে একটি বাড়িতে নিয়ে আটক করে এবং তার সঙ্গীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।
খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবির কর্মীরা তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
এ সময় পুলিশ ৭/৮ রাউ- ফাঁকা গুলি ছুড়লে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে আজিজুর রহমান ও আহত অপর ৪ পুলিশকে উদ্ধার করা হয় বলে জানান ওসি।
তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে।