রামপুরায় শিক্ষার্থীকে বাস চাপা: চালকের সহকারী গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় বাস চাপায় একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাইনউদ্দিনের মৃত্যুর ঘটনায় চালকের সহকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2021, 07:19 AM
Updated : 30 Nov 2021, 11:55 AM

মঙ্গলবার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রিন অনাবিল পরিবহনের সহকারী চান মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক ইমরান খান জানান।

সোমবার রাত ১০টার দিকে ডিআইটি রোড পূর্ব রামপুরা লাজ ফার্মার সামনে ওই পরিবহনের একটি বাসের চাপায় মারা যান মাইনউদ্দিন। তিনি স্থানীয় একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।   

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই চালক সোহেলকে (৩৫) আটক করে গণপিটুনি দেয় জনতা। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। ঘটনার পর সেখানে বাস আটকে ভাঙচুর করা হয় এবং অন্তত আটটি বাস পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন