৯ দফা: নীলক্ষেত, শান্তিনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ, মঙ্গলবার বিআরটিএ ঘেরাও
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2021 02:35 PM BdST Updated: 29 Nov 2021 02:38 PM BdST
বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সড়ক নিরাপদ করার নয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনে টানা পঞ্চম দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১২ টার কিছু আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। আধঘণ্টা পর তারা সরে যায় বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া রাজধানীর শান্তিনগর মোড়ে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করে বিক্ষোভ করেছে কাছাকাছি এলাকার তিনটি কলেজের শিক্ষার্থীরা।
নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনে যে নয় দফা দাবি ছিল ময়লার ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাইম হাসানের মৃত্যুর পর সেই একই দাবি পূরণে মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব দাবি আদায়ে নিলক্ষেত মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেয়।

টানা এই আন্দোলনে মধ্যে শিক্ষার্থীরা গত কয়কদিনে বারবার জানিয়ে আসছে, দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা না হলে মঙ্গলবার দুপুরে রাজধানীর সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তারা বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে।
রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজের কিছু শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে এসেছিল। তবে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”
শিক্ষার্থীদের বিক্ষোভে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এর পর থেকে স্বাভাবিক হয়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নিউমার্কেট থানার ওসি স. ম. কাইয়ুম।
ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এর পর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

সোমবারও বেলা ১২ টা থেকে শান্তিনগর মোড়ে বিক্ষোভ শুরু করে হাবিবুল্লাহ বাহার, উইলস লিটলফ্লাওয়ার এবং রাজারবাগ পুলিশ লাইন্স কলেজের শিক্ষার্থীরা।
পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে ঘণ্টাখানেকের মত অবস্থান করে দুপুর দেড়টার কিছুক্ষণ আগে সেখান থেকে সরে যায়।”
এসময় রাস্তায় কিছুটা যানজট তৈরি হলেও যান চলাচল করছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
-
গবেষণাই পারে পথ দেখাতে: প্রধানমন্ত্রী
-
পদ্মা সেতু খুলেছে, হাত নেড়ে কুল পাচ্ছে না ঢাকার ট্রাফিক পুলিশ
-
ভিসামুক্ত কমনওয়েলথ চান মোমেন
-
পুলিশি অভিযানের মধ্যে ঢাকায় ১০ তলা থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু
-
৯০ লঞ্চ পদ্মা পাড়ে, ঢাকার সদরঘাট শূন্য
-
সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
-
প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
-
পদ্মা সেতু উদ্বোধনে ডিএমপির আনন্দ র্যালি
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল