ময়লার ট্রাকের ‘চাপায়’ প্রাণ গেল নটর ডেম ছাত্রের

বাবার কাছে কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর  ফেরা হল না  নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2021, 09:00 AM
Updated : 24 Nov 2021, 11:49 AM

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ১৭ বছরের এই তরুণ।

নটর ডেম কলেজে তিনি উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কামরাঙ্গীরচর ঝাউলাহাটিতে নিজ বাড়িতে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে নাঈম ছিলেন ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কয়েকজন পথচারী এবং নটর ডেম কলেজের শিক্ষার্থীরা নাঈমকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর নাঈমকে যারা হাসপাতালে নিয়ে যান, তাদের একজন আব্দুল্লাহ আল মামুন বলেন, হল মার্কেট মোড়ে বায়তুল মোকাররমগামী সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক মোড় ঘুরেই নাঈমকে চাপা দেয়।

নাঈমের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বাবা শাহ আলম। কাঁদতে কাঁদতে বলেন, “আমার থাইকা বিদায় নিয়া আইলো কলেজে যাইব, দুনিয়া থাইকাই চইলা গেল, সোনার টুকরা পোলা আমার।”

শাহ আলম নীলক্ষেতে বইয়ের ব্যবসা করেন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাজিরখিল গ্রামে।

পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, “রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন নাঈম।”

এ ঘটনায় সিটি করপোরেশনের ওই গাড়ি চালককে আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।