জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটে ভবন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল ভবনের নাম পরিবর্তন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 06:27 PM
Updated : 20 April 2021, 06:27 PM

এটি এখন থেকে ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ নামে পরিচিত হবে মঙ্গলবার বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুয়েট অ্যালামনাই এসোসিয়েশনের আবেদনে সাড়া দিয়ে পুরকৌশল অনুষদের সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই নামকরণের প্রস্তাব গৃহীত হয়।

৬ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৩তম অধিবেশনে তা অনুমোদন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বছর ২৮ এপ্রিল বাংলাদেশের অগ্রগণ্য প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা যান।

বাংলাদেশে গত কয়েক দশকে যেসব বড় বড় ভৌত অবকাঠামো হয়েছে, তার প্রায় সবগুলোতেই কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করা জামিলুর রেজা চৌধুরী।

১৯৯৩ সালে যাদের হাত দিয়ে বাংলাদেশের ইমারত বিধি তৈরি হয়েছিল, এই সিভিল ইঞ্জিনিয়ার তাদের একজন।

একুশে পদক পাওয়া এই শিক্ষক ২০১৮ সাল থেকে মৃত্যু পর্যন্ত জাতীয় অধ্যাপকের দ্বায়িত্ব পালন করেন।