আপাতত খাদ্য ভাতা পেলে নৌযান ধর্মঘট স্থগিতের ইঙ্গিত
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2020 05:54 PM BdST Updated: 21 Oct 2020 05:54 PM BdST
-
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটে মঙ্গলবার চট্টগ্রাম মাঝিরঘাটে বিভিন্ন শিল্পের কাঁচামাল এবং ভোগ্যপণ্য লাইটারেজ জাহাজে ওঠানামা বন্ধ ছিল। ছবি: সুমন বাবু
১১ দফা দাবিতে ধর্মঘটে নামলেও মহামারীকালে আপাতত খাদ্যভাতা পেলে কর্মসূচি স্থগিতের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম।
ধর্মঘটের দ্বিতীয় দিন বুধবার বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত খাদ্যভাতা বিষয়ে চুক্তি করলে শ্রমিকদের মানানো যেত।”
দাবি-দাওয়া নিয়ে নৌযান মালিকদের সঙ্গে সমঝোতা না হওয়ায় মঙ্গলবার থেকে ধর্মঘটে রয়েছেন পণ্যবাহী নৌযানগুলোর শ্রমিকরা।
এ কারণে চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহন বিঘ্নিত হচ্ছে; কেননা নৌপথে পণ্য পরিবহনই সবচেয়ে ব্যয় সাশ্রয়ী।
নৌযান শ্রমিকরা ধর্মঘট শুরু করলেও মালিকরা বলছেন, ‘অযৌক্তিক’ দাবি মানা তাদের পক্ষে সম্ভবপর নয়।
খাদ্যভাতার দেওয়ার বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার বিষয়টিও বলেন তারা।
এ বিষয়ে শ্রমিক নেতা শাহ আলম বলেন, “সবই মালিকদের ইচ্ছা। তারা টাকা দিয়ে আইনজীবী দিয়ে রিট করেন, তুলে নেওয়াও তো তাদের কাজ।”
ধর্মঘট তুলতে সরকারের বিভিন্ন পর্যায়ে তৎপরতা রয়েছে জানিয়ে তিনি বলেন, “আশা করছি, দু-এক দিনের মধ্যে সমাধান হবে।”
বিআইডব্লিটিএর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল খায়ের গ্রুপ, সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ তাদের শ্রমিকদের খাদ্য ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই করোনাকালে এমনিতেই সবাই কোণঠাসা অবস্থায় রয়েছে। তার উপর এ ধরনের আন্দোলনের যৌক্তিকতা কী রয়েছে?”
তিনি শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানান।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের অধীনে পাঁচ
হাজার জাহাজ রয়েছে। এসব জাহাজে প্রায় ২ লাখ
শ্রমিক কর্মরত বলে জানান শ্রমিক নেতারা।
-
গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ: সমবায় ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে
-
‘বঙ্গবন্ধু: সমাজ ও রাষ্ট্রভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
-
সম্পদের মিথ্যা তথ্য: এসআইর ছয় বছরের কারাদণ্ড
-
ওয়ারীতে নিজেদের ঘরে শিশুর গলাকাটা লাশ
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে তদন্তের নথি দেখবে হাই কোর্ট
-
কোভিড-১৯: সিএমএইচকে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ
-
আসল দলিলের লেখা মুছে তৈরি হয় জাল দলিল
-
রেলে বড় নিয়োগ আসছে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি