অর্থবিলও তুললেন প্রধানমন্ত্রী
সংসদ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2019 05:40 PM BdST Updated: 29 Jun 2019 06:45 PM BdST
বাজেট বক্তৃতা পড়ে দেওয়ার পর অর্থমন্ত্রীর পক্ষে অর্থবিলও সংসদে উত্থাপন করলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেঙ্গুতে আক্রান্ত অর্থমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে শনিবার সংসদে তার পক্ষে প্রধানমন্ত্রী বিলটি উত্থাপন করেন।
বাজেট পাসের আগে বাজেটের রাজস্ব অংশের আলোচিত-সমালোচিত প্রস্তাবগুলোর মধ্যে কিছু বিষয়ে পরিবর্তন প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তা সংশোধন করতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন। পরে অর্থমন্ত্রী তা সংশোধন করে নিলে অর্থ বিল সংসদে পাস হয়।
গত ১৩ জুন অসুস্থ অর্থমন্ত্রী পুরোপুরি বাজেট বক্তৃতা পড়তে পারেননি। তখন প্রধানমন্ত্রী বাকি বক্তৃতা পড়ে দেন। দেশের ইতিহাসে যা ছিলো নজিরবিহীন। বাজেটোত্তর সংবাদ সম্মেলনও করেন শেখ হাসিনা।
এরপর সংসদে বাজেটের উপর পুরো আলোচনায় অনুপস্থিত থাকলেও শনিবার অধিবেশনে যোগ দেন মুস্তফা কামাল।
প্রধানমন্ত্রী বাজেটের উপর তার সমাপনী ভাষণে অর্থমন্ত্রীর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, তারপরও তিনি অধিবেশনে যোগ দিয়েছেন।
এরপর স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে বসে বাজেট আলোচনায় কথা বলেন অর্থমন্ত্রী।
পরে স্পিকার জানান, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন অর্থ বিল সংসদে তোলার জন্য। এরপর প্রধানমন্ত্রীকে বিলটি সংসদে উত্থাপন করার আহ্বান জানান।
বিলের ওপর জনমত যাচাই ও সংশোধনী নিয়ে বিরোধী দলের সদস্যদের বিভিন্ন কথার জবাবও দেন শেখ হাসিনা।
অর্থমন্ত্রী অসুস্থ, তার বাজেট পড়ে দিলেন প্রধানমন্ত্রী |
তার আগে বাজেট আলোচনায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের একটা সমস্যা দুর্নীতি। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সব সময়ই নিজেরা দুর্নীতির আশ্রয় নেয় আর সমাজে দুর্নীতিটাকে তারা ছড়িয়ে দেয় ব্যাধির মতো।
“দুর্নীতির বিরুদ্ধে আমার নীতি হচ্ছে জিরো টলোরেন্স। আমি সব সময় বলেছি, জোর দিয়ে বলেছি..দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টাটা অব্যাহত থাকবে।”
অর্থনৈতিক উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আর্থিক ক্ষেত্রে সার্বিক শৃঙ্খলা আনার জন্য বাজেটে কিছু সুনির্দিষ্ট কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে।
“খেলাপি ঋণ হ্রাসের জন্য অর্থমন্ত্রী যেই উদ্যোগের ঘোষণা দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী। পাশাপাশি আমার সুপারিশ থাকবে যেন ব্যাংক ঋণের উপর সুদের হার এক অংকের মধ্যে রাখা হয় অর্থাৎ সিঙ্গেল ডিজিট। এটি করা গেলে শিল্প ও ব্যবসা খাতকে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলা সক্ষম হবে। কারণ উচ্চহারে সুদ থাকলে কোনো ইন্ডাস্ট্রি বিকশিত হবে না।”
শেখ হাসিনা বলেন, “একটি সমৃদ্ধ অর্থনীতির জন্য প্রয়োজন বিকশিত একটি পুঁজিবাজার। এই বাজেটে পুঁজিবাজারের জন্য অনেক প্রণোদনা থাকছে। এই সব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজারের সম্প্রসারণ হবে। এভাবে পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত ভূমিকা পালনে সক্ষম হবে বলে আমি আশা করি।”

২০১৯-২০ অর্থবছরের অর্থবিল পাসের আগে শনিবার সংসদে বাজেটের উপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
দেশের উন্নয়নে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
“তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। এই তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। সরকার এই শ্রম শক্তির উপযুক্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
“আমি মনে করি, বিশেষ জনগোষ্ঠির প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের মধ্যে স্টার্ট আপ মূলধন সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অত্যন্ত সময় উপযোগী।”
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের উপর ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার প্রস্তাব রেমিটেন্সে গতি দেবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
গবেষণাকে উৎসাহিত করার জন্য বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাবের বিষয়টি দেখিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা গবেষণা করে পাটের জন্মরহস্য উদঘাটন করেছি। এভাবে একে একে অন্যান্য সবজিসহ ফলমূল নিয়ে গবেষণা করে আমাদের উৎপাদন যেন বৃদ্ধি পায়, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।”
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
-
সিলেটের বন্যার ক্ষতি নিজের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনামন্ত্রীর
-
ঢাকায় কলেরার টিকা পেল ২৩ লাখের বেশি মানুষ
-
সব বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ বন্ধের নির্দেশনা ইউজিসির
-
ই-অরেঞ্জের প্রতারণা: সোহেল রানার বিরুদ্ধে মামলা করবে দুদক
-
জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নিরাপত্তা নয়: রাষ্ট্রপতি
-
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নীতিমালা তৈরির সুপারিশ
-
দুই আসামি হজে, একজনের কোভিড: শুরুতেই পেছাল স্বাস্থ্যের আজাদের মামলার সাক্ষ্য
-
বন্যায় বসতঘর পরিণত বীজতলায়, বছরের খোরাকি হাঁসের আধার
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
-
হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
-
সিলেটের বন্যার ক্ষতি নিজের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনামন্ত্রীর
-
ঢাকায় কলেরার টিকা পেল ২৩ লাখের বেশি মানুষ
-
সব বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ বন্ধের নির্দেশনা ইউজিসির
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে