অর্থমন্ত্রী সুস্থ, বাজেট পাসের সময় থাকবেন সংসদে
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2019 08:25 PM BdST Updated: 27 Jun 2019 09:24 PM BdST
-
গত ১৩ জুলাই সংসদে বাজেট উপস্থাপনে আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)
অসুস্থতা নিয়ে বাজেট উপস্থাপনের পর সংসদে টানা অনুপস্থিত থাকলেও বাজেট পাসের সময় অধিবেশনে যোগ দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার কথা বলে এই তথ্য জানা গেছে।
গত ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন অর্থমন্ত্রীই শুরু করেছিলেন; কিন্তু অসুস্থতার জন্য বক্তৃতা বেশি দূর এগিয়ে নিতে পারেননি।
তখন নজিরবিহীন এই পদক্ষেপে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তৃতা পড়ে দেন। পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনও সরকার প্রধানই করেন।
এরপর সংসদে বাজেটের উপর আলোচনা চলছে; আগামী ২৯ ও ৩০ জুন অর্থবিল ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাসের কথা রয়েছে।
এই সময়কালে অর্থমন্ত্রী সংসদে উপস্থিত না হওয়ার বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ফরিদ আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তিনি এখন পুরোপুরি সুস্থ, বাসায় চিকিৎসা পরবর্তী বিশ্রামে আছেন।
“তিনি ২৯ এবং ৩০ জুন জাতীয় সংসদে উপস্থিত হয়ে অর্থবিল এবং আগামী অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পাসের জন্য উপস্থাপন করতে পারবেন, ইনশাআল্লাহ।”
অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও উপসচিব ফেরদৌস আলম এবং জ্যেষ্ঠ সহকারী প্রধান সৈয়দ আলী বিন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও একই কথা বলেন।
শেখ হাসিনার সরকারে পাঁচ বছর পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর পর এবার পদোন্নতি পেয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম জাতীয় বাজেট উপস্থাপন।
-
অগ্রিম করেও রেহাই চান ব্যবসায়ীরা
-
বাজেট হবে সবার কথা ভেবে: অর্থমন্ত্রী
-
জাহাজ নির্মাণে ২০০০ কোটি টাকার তহবিল, সুদ ৪.৫%
-
এলএনজি ও সার কেনায় আরও কিছুটা ‘সাশ্রয়’
-
‘একই দরে’ ডলার কেনাবেচা করবে ব্যাংক
-
পাচার হওয়া অর্থ ফেরাতে ‘দায়মুক্তির’ ঘোষণা আসছে: অর্থমন্ত্রী
-
ডলারের দর: ব্যাংকারদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক
-
বিশ্ব মন্দার শঙ্কা বিশ্ব ব্যাংক প্রধানের
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল