গেণ্ডারিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ‘মাদক কারবারি’ আহত

রাজধানীর গেণ্ডারিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2019, 09:00 AM
Updated : 18 April 2019, 09:00 AM

পুলিশের ভাষ্য, আহত মো. জাকারিয়া হক সুমন ওরফে সমু (৪০) মাদক কেনাবেচায় জড়িত।

গেন্ডারিয়া থানা ওসি এম এ জলিল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ধুপখোলা মাঠে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি হয়।

“ধুপখোলা মাঠে মাদক কারবারিদের মাদক বেচাকেনার জন্য জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে তাদের লক্ষ্য ককটেল নিক্ষেপ করে মাদক কারবারিরা। এসময় পুলিশ আত্মরক্ষায় শটগান দিয়ে ১০ রাউন্ড গুলি করে।

“পুলিশের প্রতিরোধের মুখে অন্য মাদক কারবারিরা পালাতে পারলেও গুলিবিদ্ধ অবস্থায় জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়।”

মাদক কারবারিদের ছোড়া ককটেল বিস্ফোরণে এসআই মো. রুহুল আমীন, এএসআই মো. মিজানুর রহমান ও এএসআই আব্দুল্লাহ আল মামুন আহত হয়েছেন বলে জানান ওসি জলিল।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ১০১৭ পুরিয়া হেরোইন, ১১টি অবিস্ফোরিত ককটেল, একট চাপাতি, একটি চাকু ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে।

বাম হাঁটুতে গুলিবিদ্ধ জাকারিয়াকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল এবং আহত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জলিল বলেন, জাকারিয়ার বিরুদ্ধে গেণ্ডারিয়া থানায় দুটি ও যাত্রাবাড়ী থানায় তিনটি মামলা রয়েছে।