
উপজেলা ভোটের ফাঁকে ঢাকা উত্তরে মেয়র নির্বাচনের চিন্তা
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2019 09:15 PM BdST Updated: 16 Jan 2019 09:15 PM BdST
আইনি বাধা কেটে যাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ঝুলে থাকা নির্বাচনটি দ্রুতই করতে চাইছে নির্বাচন কমিশন।
Related Stories
আনিসুল হকের মৃত্যুতে শূন্য মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছিল ইসি।
কিন্তু ওয়ার্ড সীমানা নিয়ে রিট আবেদনে রুল হওয়ার পর আটকে গিয়েছিল এই নির্বাচন। আদালত বুধবার সেই রুল খারিজ করে দেওয়ায় ভোটের পথ খুলেছে।
আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর দেশজুড়ে উপজেলা পরিষদ নির্বাচনের ফাঁকে ঢাকার এ ভোট করে ফেলা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা ভোট শুরু হবে; ফেব্রুয়ারিতে তফসিল দেবে ইসি। সেক্ষেত্রে মার্চের মধ্যে ডিএনসিসিরও উপ নির্বাচনও করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সিইসি।
সকালে আদালতের আদেশের পর বিকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) এক অনুষ্ঠান শেষে সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা তাড়াতাড়ি এই নির্বাচন করে ফেলব। উপজেলা পরিষদের নির্বাচনের মাঝামাঝি এ নির্বাচন করা হবে।”
দুটি নির্বাচন একসঙ্গে করতে সমস্যা হবে না বলেই মনে করেন তিনি।
“ডিএনসিসির নির্বাচন করতে উপজেলার ভোটে কোনো সমস্যা হবে না। তবে এ বিষয়ে কমিশন বসে সিদ্ধান্ত নিতে হবে।”
আদালতের আদেশে আটকে যাওয়ার আগে ডিএনসিসি নির্বাচন আয়োজনে অনেকদূর এগিয়েছিল ইসি।
মেয়র পদে ১৯ জন মনোনয়নপত্র নিয়েছিলেন; সাধারণ কাউন্সিলর পদে ৪১২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তবে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এবং বিএনপির সম্ভাব্য প্রার্থী তাবিথ আউয়াল মনোনয়নপত্র সংগ্রহের আগেই আদালতের আদেশে ভোট আটকে যায়।

নির্বাচন ভবন
ইসি কর্মকর্তারা জানান, পুনঃতফসিলের ক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ দেওয়া হবে। তাগে আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র নেওয়ার দরকার পড়বে না। তবে নতুন করে আগ্রহীরাও মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
মার্চের প্রথম সপ্তাহ থেকে ৫ ধাপে উপজেলা ভোট শুরু করা হবে বলে কমিশন জানিয়েছে। এসএসসি, এইচএসসি পরীক্ষা ও রোজা বিবেচনায় রেখে ভোটের তারিখ রাখবে কমিশন।
উপজেলা ভোটের মাঝখানে ঢাকা উত্তরের মেয়র পদের উপ নির্বাচন করতে কমিশন সভায় আলোচনা করে ‘উপযুক্ত’ সময় বের করা হবে।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক কাজের মধ্যে একটি ভোট করতে সময় একোমোডেট করতে হবে আমাদের। এ নিয়ে কোনো অসুবিধা হবে না।”
ভোট তথ্য
>> উত্তরের ৫৪ ওয়ার্ডে ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ১৫,২২,৭২৬ ও নারী ১৪,২৫,৭৮৪।
>> কেন্দ্র ১৩৪৯, ভোটকক্ষ ৭,৫১৬।
>> উত্তরের ১৮ ওয়ার্ডে ভোটার ৫,৭১,৬৮৪ (পুরুষ ২,৭৯,০৩৫ ও নারী ২,৮২,৬৪৯)।
>> দক্ষিণের ১৮ ওয়ার্ডে ভোটার ৪,৭৭,৫১০ (পুরুষ ২,৪৫,৪১৬ ও নারী ২,৩২,০৯৪); কেন্দ্র ২৩৩ ও ভোটকক্ষ ১২৪০।
>> উত্তরের মেয়র পদে উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) আবুল কাসেম ও ১২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে।
>> দক্ষিণের ১৮ ওয়ার্ডের জন্য রিটার্নিং কর্মকর্তা ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মন্ডল ও ৬ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
>> ২টি কেন্দ্রে ইভিএম: ঢাকা উত্তর ও দক্ষিণের একটি করে ভোট কেন্দ্রে ইসির নিজস্ব উদ্যোগে তৈরি ডিজিটাইজড ইভিএমে ভোট করার পরিকল্পনা রয়েছে। ২১ ডিসেম্বর রংপুরে প্রথমবারের মতো এ ইভিএম ব্যবহার করা হয়।
>> ঢাকার উত্তর-দক্ষিণের কয়েকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হতে পারে।
এক বছর আগে তফসিল ঘোষণার সময় ভোটার সংখ্যা এমন থাকলেও পুনঃতফসিলের সময় ভোটার সংখ্যা বাড়তে পারে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- উপজেলা ভোট: দ্বিতীয় ধাপে ১৬২৬ জনের মনোনয়নপত্র জমা
- সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে সংসদে আলোচনা চান বাদল
- বাংলাদেশকে বিনিয়োগের নতুন ক্ষেত্র ‘ভাবছে’ আমিরাত
- ধলেশ্বরী দখলে এমপি তাহজিব সিদ্দিকীর কোম্পানির নাম
- সংসদে শাজাহান খানের প্রতিবাদ-কৈফিয়ৎ
- পার্বত্যাঞ্চলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাড়াতে সংসদে বিল
- প্রাণিসম্পদের কর্মকর্তার দখল থেকে জিপ উদ্ধার
সর্বাধিক পঠিত
- কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে নিহত ৯
- মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ জয়
- ছেলে সন্তানের জন্ম দিলেন আইএসের শামীমা বেগম
- অবশেষে হচ্ছে বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
- ৫ সেঞ্চুরিতেও আশরাফুলের ১৫ লাখ যে কারণে
- স্মিথের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
- আরও ৩টি ব্যাংক অনুমোদন
- মাহমুদউল্লাহ-বোল্টের শাস্তি
- ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে
- ‘বদিকে দিয়ে মাদক, শাজাহান খানকে দিয়ে দুর্ঘটনা রোধ সম্ভব?’