ছয় মাস আগে পরিপত্র জারির পর আটকে যাওয়া নতুন পদ্ধতিতে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে সরকার।
Published : 06 Jun 2016, 07:12 PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) মাধ্যমে নিয়োগের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষকের চাহিদা জানাতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ৬ থেকে ২৫ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই চাহিদা জানাতে হবে।
চাহিদা পেয়ে এনটিআরসিএ আগামী ৩০ জুন তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে।এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণরা ২৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বাণিজ্য ঠেকাতে গত বছরের ২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা সংশোধন করে, যার ফলে শিক্ষক নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব হয়।
নতুন নিয়মে বেসরকারি স্কুল-কলেজে মেধার ভিত্তিতে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও প্রক্রিয়া শেষ করতে না পারায় ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে শিক্ষক নিয়োগ বন্ধ আছে।