সাবেক আইজিপি হাসান মাহমুদ স্পেনের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2015 05:00 PM BdST Updated: 17 Aug 2015 06:10 PM BdST
সাবেক মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।
অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাকে তিন বছরের চু্ক্তিতে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।
বিসিএস (পুলিশ) ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হাসান মাহমুদ খন্দকার গত ৩০ ডিসেম্বর পিআরএলে যান। ওই দিনই অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হককে পুলিশ প্রধানের দায়িত্ব দেয় সরকার।
হাসান মাহমুদ ১৯৮৬ সালে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসাবে কর্মজীবন শুরু করেন।

হাসান মাহমুদ খন্দকার (ফাইল ছবি)
তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার, উপ-কমিশনার, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট, টাঙ্গাইলের পুলিশ সুপারিনটেনডেন্ট, খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ, পুলিশ সদরদপ্তরের উপ-মহা পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত মহা-পরিদর্শক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক পদে দায়িত্ব পালন করেন।
র্যাব মহাপরিচালকের দায়িত্বও পালন করেন হাসান মাহমুদ।
গৃহায়ন কর্তৃপক্ষে থাকছেন আখতারুজ্জামান
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামানের পিআরএল বাতিল করে এক বছরের চুক্তিতে তাকে একই কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
গত ৩ অগাস্ট পিআরএলে যান অতিরিক্ত সচিব আখতারুজ্জামান।
আখতারুজ্জামানের পিআরএল বাতিল করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
-
জন্মদিনে শুভেচ্ছাসিক্ত রদওয়ান
-
ওয়াশিংটনে নানা বৈঠকে পররাষ্ট্রের সংসদীয় কমিটি
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর শেখ হাসিনার
-
মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই
-
আলতাব আলী পার্কের শহীদ মিনারে একুশের গানের রচয়িতাকে শেষ বিদায়
-
‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়