ফায়ার সার্ভিসের ২৮ ইউনিটের চেষ্টায় শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে সময় লাগল পুরো এক দিন।
Published : 16 Apr 2023, 12:54 PM
ঢাকার নিউ সুপার মার্কেটে যে আগুন লেগেছিল শনিবার ভোরে, তা ২৭ ঘণ্টা পর রোববার সকালে পুরোপুরি নির্বাপণ করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, রোববার সকাল ৯টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আনে। এরপর চলে ড্যাম্পিংয়ের কাজ।
মোট ৩১ জন আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন জানিয়ে শাহজাহান সিকদার বলেন, “ফায়ার সার্ভিসের অফিসার ৩ জন, ফায়ারফাইটার ২১ জন, ভলান্টিয়ার ২ জন, আনসার সদস্য ২ জন, স্কাউট ১ জন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্টসহ মোট ৩১ জন আহত হন।“
ঈদের আগে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের এগারো দিনের মাথায় ঢাকা নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয় শতাধিক দোকান। মার্কেট বণিক সমিতি বলছে, আগুনের তাপ ও আগুন নেভানোর জন্য ব্যবহৃত পানিতে আরও একশ দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন তলা ওই মার্কেটে দোকান ছিল সব মিলিয়ে প্রায় ১৩ শ।
রোজার ঈদের আগে মার্কেটের ব্যবসায়ীরা নতুন পণ্য তুলেছিলেন দোকানে। আগুন লাগার পর দোকান মালিক ও কর্মীরা ভেতরে ঢুকে মরিয়া হয়ে মালামাল বের করা শুরু করলেও তাতে খুব একটা লাভ হয়নি।
কী কারণে আগুন লাগল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ঈদের আগে মার্কেট ও বিপণী বিতানে দফায় দফায় অগ্নিকাণ্ডের ঘটনায় ‘নাশকতার’ সন্দেহের কথা বলেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন। এ ঘটনাগুলো তদন্ত করে দেখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার তিনি সাংবাদিকদের বলেন, “আমি আপনাদের মাধ্যমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গোয়েন্দা সংস্থা ও পুলিশকে আবেদন করব যে, এরকম কোনো কিছু আছে কি না খতিয়ে দেখার জন্য।
“খতিয়ে দেখাটা অতীব প্রয়োজন। একের পর এক কেন আগুন লাগছে। এটা খতিয়ে দেখার জন্য আমরা তাদের রিকয়েস্ট করব।”
ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলামও বারবার আগুন লাগার পেছনের কারণ ‘খতিয়ে’ দেখার দাবি জানান।
গত ৪ এপ্রিল ঢাকার বঙ্গবাজার মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এরপর গত বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুন লেগে পুড়ে যায় ২০টির মত গুদাম।
আগুনে ‘শেষ’ ঈদের ব্যবসা; উদাসীনতার মধ্যে নাশকতারও সন্দেহ
নিউ সুপার মার্কেটের আগুনে নাশকতার তদন্ত শুরু র্যাবের
বঙ্গবাজার দেখেও সতর্ক হয়নি নিউ সুপার মার্কেট
নিউ সুপার মার্কেটে আগুনের সঙ্গে ফুটব্রিজ ভাঙার কোনো সম্পর্ক নেই: ডিএসসিসি