এর আগে বিদেশের আরও কয়েকটি মিশনের কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
Published : 29 Aug 2024, 11:22 PM
ক্ষমতার পালাবদলের পর লন্ডন ও ওয়াশিংটন মিশনে দুই কর্মকর্তার চুক্তি বাতিল করেছে সরকার।
বৃহস্পতিবার তাদের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই দুই কর্মকর্তা হলেন- লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (প্রেস) মো. আশিকুন নবী চৌধুরী এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) এ জেড এম সাজ্জাদ হোসেন।
ছাত্র-জনতার গণ আন্দোলনে সরকার পতনের পর পরির্বতনের ডামাডোলের মধ্যে এর আগে বিদেশের আরও কয়েকটি মিশনের কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এছাড়া বেশ কয়েকটি মিশনের প্রধানকে ঢাকায়ে ফেরানো হয়।
ঢাকায় ফেরানো হচ্ছে সাত মিশন প্রধানকে
এবার চাকরি গেল মিথিলা, অপর্ণা, আসিব ও রঞ্জনের
দিল্লির চাকরি গেল শাবান মাহমুদের