চু্ক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা সাত রাষ্ট্রদূত ও হাই কমিশনারসহ ১২ জনকে ঢাকায় ফেরত আনছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
Published : 18 Aug 2024, 06:43 PM
বিদেশে তিন মিশনের চার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যাদের চুক্তি বাতিল করা হয়েছে তারা হলেন, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের দুই কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা ও অপর্ণা রাণী পাল, নিউ ইয়র্ক কনস্যুলেটের দ্বিতীয় সচিব আসিব উদ্দিন আহমেদ এবং কলকাতা উপ হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।
আরও পড়ুন:
ঢাকায় ফেরানো হচ্ছে সাত মিশন প্রধানকে
দিল্লির চাকরি গেল শাবান মাহমুদের
ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগের হিড়িকের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল হচ্ছে।
চু্ক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা সাত রাষ্ট্রদূত ও হাই কমিশনারসহ ১২ জনকে ঢাকায় ফেরত আনছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের ‘প্রধান পরামর্শক’ বাদ
স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে।
গেল ৪ জুলাই দুই বছর মেয়াদে সাবেক এ কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। শনিবার এ চুক্তিও বাতিল করা হয়েছে।
বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা সরকারের সময় চুক্তিতে দায়িত্ব চালিয়ে যাওয়া জ্যেষ্ঠ সচিব ও সচিব পদমর্যাদার ডজনখানেক কর্মকর্তার চাকরি গেছে।
আরও পড়ুন:
চাকরিহারা ১০ সচিব, জননিরাপত্তার জাহাংগীর বাধ্যতামূলক অবসরে
শিল্পকলার লাকীসহ চার প্রতিষ্ঠানের প্রধানকে অপসারণ
ক্ষমতার পালাবদলে পরিকল্পনা বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর, বিডা, বেসামরিক বিমান চলাচল, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংসদ সচিবালয়, রেলওয়ে, সড়ক পরিবহনের দায়িত্বে থাকা এই কর্মকর্তাদের বিদায় দেওয়া হয়েছে ১৪ অগাস্ট।
শেখ শফিকুল ইসলামকে প্রটোকল অফিসার-২ নিয়োগ
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শেখ শফিকুল ইসলামকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে ৬ গ্রেডে ও অন্যান্য সবিধাসহ প্রধান উপদেষ্টার প্রটোকল অফিসার-২ নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন:
অন্তর্বর্তী সরকার: সংস্কারের লক্ষ্যে পদত্যাগ আর পরিবর্তনের হিড়িক