কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
Published : 08 Jan 2025, 04:52 PM
নয় দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘাতের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে ডিএমপি।
এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে ডিএমপি বুধবার জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা অফিস আদেশে যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, “তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণ করে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দাখিল করবে। কমিটি প্রয়োজনে যে কোন কর্মকর্তাকে সদস্য হিসেবে নিতে পারবে (কো-অপ্ট)।"
স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ নয় দাবিতে মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থান নেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সেখানে তারা কিছু সময় অবস্থান করে শিক্ষা ভবনের রাস্তা হয়ে সচিবালয়ের সামনে যান। তারা দাবিদাওয়া নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান।
সেখানে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার কথা জানিয়ে প্রত্যক্ষদর্শী এক পথচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌনে ৩টার দিকে হঠাৎ দেখি পুলিশ ছাত্রদের মারতে শুরু করেছে। তখন কিছু ছাত্র উল্টা পুলিশের দিকে ঢিল মারতেছিল।
সচিবালয়ে প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা, ছত্রভঙ্গ করল পুলিশ
“পরে পুলিশ লাঠিপেটা করলে ও ফাঁকা গুলি ছুড়লে ছাত্ররা সচিবালয়ের সামনে থেকে চলে যায়।”
এই ঘটনায় সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা ও অনায্য বল প্রয়োগের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এক শিক্ষার্থীকে ‘গলা টিপে ধরার’ ছবিও শিক্ষার্থীদের গ্রুপগুলোতে ছড়িয়েছে। সোশাল মিডিয়ায় ওই ছবি দিয়ে পুলিশের বিচার চেয়েছেন অনেক শিক্ষার্থী।
এর আগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত মাসের শেষের দিকেও ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক শুভময় দত্ত।