“পুলিশ লাঠিপেটা করলে ও ফাঁকা গুলি ছুড়লে ছাত্ররা সচিবালয়ের সামনে থেকে চলে যায়,” বলেন এক প্রত্যক্ষদর্শী।
Published : 07 Jan 2025, 05:15 PM
স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ নয় দাবিতে সচিবালয়ে সামনে অবস্থান নেওয়া প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সচিবালয়ের ভেতরে ঢুকে তারা দরজা জানালা ভাংচুরের চেষ্টা করেছিল। পরে আমরা তাদের সরিয়ে দিয়েছি। এখন তারা সচিবালয়ের আশপাশে নাই।”
ঘটনাস্থলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার কথা জানিয়ে প্রত্যক্ষদর্শী এক পথচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌনে ৩টার দিকে হঠাৎ দেখি পুলিশ ছাত্রদের মারতে শুরু করেছে। তখন কিছু ছাত্র উল্টা পুলিশের দিকে ঢিল মারতেছিল।
“পরে পুলিশ লাঠিপেটা করলে ও ফাঁকা গুলি ছুড়লে ছাত্ররা সচিবালয়ের সামনে থেকে চলে যায়।”
স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ নয় দাবিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থান নেন। সেখানে তারা কিছু সময় অবস্থান করে শিক্ষা ভবনের রাস্তা হয়ে সচিবালয়ের সামনে যান। তারা দাবিদাওয়া নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান।
সেখানে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরা। পরে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের একজন বলেন, “বিকাল ৪টার দিকে আমাদের তিনজন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে দাবি জানাতে ভেতরে যান। আর আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ দাঁড়াতে দেয়নি।”
সেখানে কয়েকজন পুলিশ সদস্যের আহত তথ্য দিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম বলেন, “প্রাইম এশিয়া ইউনিভার্সিটির কিছু দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। তাদের চারজন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয় যান। উপদেষ্টা মহোদয় না থাকায় তার সঙ্গে দেখা হয়নি।”
তিনি বলেন, শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমানসহ কয়েকজন আহত হন।
বিষয়টি নিয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফফাত জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে পারব না। পরে জানাব।”
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত মাসের শেষের দিকেও ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক শুভময় দত্ত।