সন্ধ্যা ৬টা থেকে ৬ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Published : 06 May 2024, 12:17 AM
টানা তাপপ্রবাহের মধ্যে রোববার রাতে রাজধানীতে ঝড়ো হাওয়াসহ এক পশলা বৃষ্টি হয়েছে।
রাত ৯টার পর থেকেই বইতে থাকে ঝড়ো হাওয়া, ঝরে শিলাবৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাত ৯টার সময় আগারগাঁওয়ে সর্বোচ্চ ৫৯ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছিল। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রোববার বিকাল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আভাস রয়েছে। সোমবার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে।
তাতে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা প্রশমিত হবে বলে জানান আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে, যা বেশির ভাগ জায়গায় আগামী ২৪ ঘণ্টায় প্রশমিত হতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় ময়মনসিংহে সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে
এবার ৩১ মার্চ থেকে দেশে তাপপ্রবাহ শুরু হয়, এ পর্যন্ত টানা ৩৬ দিন ধরে দেশে তাপপ্রবাহ চলছে। চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে।
রেকর্ড দাবদাহের মধ্যে গত শনিবার রাতেও ঢাকায় বৃষ্টি নামে, তাতে খানিকটা স্বস্তি আসে জনজীবনে।