বুধবার সকাল ৯টার দিকে বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
Published : 09 Oct 2024, 01:42 PM
রাজধানীর প্রগতি সরণিতে রাস্তা পারাপারের সময় বাসের ধাকায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার বোন।
পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, বুধবার সকাল ৯টার দিকে বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় আইরিন নামের ওই নারীর প্রাণ যায়।
আইরিনের বোনকে পরে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ঘটনাস্থলে থাকা পথচারী সাইফুল ইসলাম বলেন, “দুই নারী বাসের তলে পড়েন। নিহত নারী বেশ কিছুক্ষণ বাসের তলেই আটকে ছিলেন। পরে লোকজন টানাটানি করে বের করে। বাস চালক ও হেলপার রাস্তার ওপর বাস ফেলে পালায় গেছে।”
আইরিন নেক্সট ভেনচারস নামে একটি কোম্পানিতে কাজ করতেন।
সাইফুল বলেন, “দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা সেখানে গিয়ে সড়ক অবরোধ করলে যানজট হয়। দুপুর পৌনে ১২টার দিকে ওই সড়কে আবার যান চলাচল শুরু হয়।”
পুলিশের গুলশান বিভাগের ফেইসবুক গ্রুপে বলা হয়, আকাশ পরিবহনের বাসটি পুলিশ জব্দ করেছে।