“ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না, পরের দিন কিছু আন্তঃনগর চলবে।”
Published : 24 Mar 2025, 12:08 PM
রোজার ঈদের ফিরতি টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার সকাল ৮টায় অনলাইনে এ টিকেট বিক্রি শুরু হয় বলে জানান কমলাপুর স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন।
এদিন ৩ এপ্রিলের টিকেট বিক্রি শুরু হয়েছে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকাল ৮টা থেকে অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হয়েছে। ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ। ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ।
“৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ। ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ। ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।”
রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেন চালানো হবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে চলবে একজোড়া ট্রেন।
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চলবে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে চলবে এক জোড়া ট্রেন; আর জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।
অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য এবার ৪৪টি কোচ বিভিন্ন ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, “ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না, পরের দিন কিছু আন্তঃনগর চলবে।”