তাদের বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জনের মামলা চলছে।
Published : 09 Jan 2025, 04:21 PM
সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
একই সঙ্গে জিন্নাহর স্ত্রী মোহসীনা আকতার ও মুসলেহ উদ্দিনের স্ত্রী জেবুন্নেছার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা সংস্থার উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন৷
আবেদনে বলা হয়েছে, কুমিল্লা ১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুল হকের বিরুদ্ধে ‘টেন্ডার বাণিজ্য’, ‘নিয়োগ বাণিজ্য’, ‘অনিয়ম’ ও ‘দুর্নীতির’ মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে।
অভিযোগে নাম আসা ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল সম্পদ অর্জন করার তথ্য পাওয়া যাচ্ছে।
সস্ত্রী সাবেক এমপি জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনা আকতারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সিফাত হাসান।
শুনানিতে অংশ নেওয়া দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শরিফুল ইসলাম জিন্নাহ ও স্ত্রী মোহসীনা আকতারের বিরুদ্ধে ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ রয়েছে।
তদন্ত কর্মকর্তা আবেদনে বলেছেন, সাবেক এমপি জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
সস্ত্রীক রিজেন্সির চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্থার উপপরিচালক মেফতাহুল জান্নাতের আবেদনে আদালত রিজেন্সির চেয়ারম্যান মুসলেহ উদ্দিন ও তার স্ত্রী জেবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।
আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের প্রসিকিউটর রুহুল ইসলাম খান।
দুদকের আবেদনে বলা হয়, মুসলেহ উদ্দিন ও তার স্ত্রী জেবুন্নেছার বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সংস্থা একটি দল গঠন করেছে।
তারা যেন বিদেশে যেতে না পারেন সেজন্য আদালতের অনুমোদন সাপেক্ষে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া দরকার।
পুরনো খবর:
বগুড়ার এমপি জিন্নাহ, স্ত্রীসহ সাবেক সচিব কবিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা