“ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি দেব,” বলেন আয়াতুল্লাহ বেহেস্তি।
Published : 11 Feb 2025, 12:28 AM
পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘জাস্টিস ফর বিডিআর’ নামের একটি প্ল্যাটফর্ম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সোমবার রাত ৯টায় এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন প্ল্যাটফর্মটির সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি।
তিনি বলেন, “মঙ্গলবার সকাল ৯টা থেকে আমরা শহীদ মিনারে অবস্থান করব। ছয়দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি দেব।”
সংবাদ সম্মেলনে ফয়জুল আলম, হাবিলদার মাহবুবুর রহমানসহ জাস্টিস ফর বিডিআরের নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুরনো খবর-