ঢাকার গোপীবাগে রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই বড় পরিসরে কুমারী পূজা হয়।
Published : 07 Oct 2024, 08:11 PM
প্রতিবছরের মত এবারও ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মঠে উদযাপন করা হবে কুমারী পূজা।
সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর কুমারী পূজা উদযাপনের সিদ্ধান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকার রামকৃষ্ণ মিশন।
প্রতি বছর বড় পরিসরে কুমারী পূজা হয়ে থাকে ঢাকার গোপীবাগে রামকৃষ্ণ মিশন ও মঠে। দেশের বিভিন্ন মণ্ডপেও এ পূজা হয়।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১ অক্টোবর কুমারী পূজা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মঠ ও মিশন কর্তৃপক্ষ। তবে শনিবার সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কথা বলেছে রামকৃষ্ণ মিশন।
শাস্ত্র মতে, মানববন্দনা, নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনাই কুমারী পূজার শিক্ষা। যে ত্রিশক্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি-স্থিতি ও লয়ের চক্রে আবর্তিত হচ্ছে, সেই শক্তি কুমারীতে বীজ আকারে আছে। এই বিশ্বাসেই বাংলাদেশের হিন্দু ধর্মের মানুষেরা কুমারীকে দেবীদুর্গা হিসেবে আরাধনা করেন অষ্টমীতে।
সাধক রামকৃষ্ণ পরমহংসদেব বহু বছর আগে নিজের স্ত্রী সারদা দেবীকে মাতৃজ্ঞানে যে পূজা করেছিলেন, তারই ধারাবাহিকতায় উপমহাদেশের মিশন ও মঠগুলোতে কুমারী পূজা হয়ে আসছে।
আগামী ৯ অক্টোবর থেকে এবার শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা উদযাপন হবে। দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা।