আগামী রোববার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।
Published : 15 Aug 2024, 09:21 PM
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে বিচারকাজ করতে ৫০টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে; যেগুলোর মধ্যে ২৪টি দ্বৈত বেঞ্চ।
রোববার থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে বলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের এক আদেশে বলা হয়।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বেঞ্চের এই গঠন বিধি প্রকাশ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, আগামী রোববার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে। এগুলোর মধ্যে ২৪টি দ্বৈত এবং ২৬টি একক বেঞ্চ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেশ কিছুদিন আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগ বন্ধ থাকে।
ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন। এরপর নতুন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি নিয়োগ করা হয়।
এরপর উভয় বিভাগে বিচারকাজ শুরু হয়। গত সোমবার হাই কোর্ট বিভাগের আটটি বেঞ্চে বিচারকাজ চলে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলে নয়টি বেঞ্চ।