এদিন সকালেও কমলাপুর থেকে ছেড়ে যাওয়া আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল।
Published : 25 Oct 2024, 02:28 AM
রাজধানীতে ১৭ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসার কিছু সময়ের মধ্যেই দুর্ঘটনায় পড়ে উভয় ট্রেন; যেটির সবশেষ শিকার পঞ্চগড় এক্সপ্রেস।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের কাছে পঞ্চগড়গামী এ ট্রেনের পাঁচ থেকে ছয়টি বগি লাইনচ্যুত হয়।
ঢাকা রেলওয়ে থানার ডিউটি অফিসার নাম প্রকাশ না করে জানান, রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচে ঢাকা থেকে পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।
এদিন সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া নারায়ণগঞ্জমুখী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল।
মাঝরাতের দুর্ঘটনায় হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সকাল সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জমুখী কমিউটার ট্রেন গোপীবাগে লাইনচ্যুত হয়। সেটি উদ্ধারে পাঁচ ঘণ্টা লাগে। ওই সময় খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ ছিল।
একইদিন মাঝরাতে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা বেকায়দায় পড়েছেন।
রেলওয়ে বিষয়ক কয়েকটি ফেইসবুক গ্রুপে যাত্রীরা বলছেন, কমলাপুর থেকে ছেড়ে আসার দুই তিন মিনিটের মধ্যে বিকট শব্দে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটির ৫ থেকে ৬টি বগি লাইনচ্যুত হয়েছে।
এসব বগি উদ্ধারের পর কখন ট্রেনটি যাত্রা করবে তা নিয়ে অনিশ্চয়তায় অনেকে ট্রেন থেকে নেমে যাওয়ার তথ্য দিয়েছেন।
[খবরটি 'ডেভেলপ' করা হচ্ছে। আরও তথ্য পাওয়ামাত্র যোগ করা হবে।]
আরও পড়ুন: