নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পর ঢাকা ছেড়েছে সুন্দরবন এক্সপ্রেস।
Published : 24 Oct 2024, 12:54 PM
সাতসকালে ঢাকার গোপীবাগে যে কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছিল, নারায়ণগঞ্জগামী সেই ট্রেনটি গন্তব্যে ছুটেছে ৫ ঘণ্টা বাদে।
কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি উদ্ধার করা হয়েছে। সেটি নারায়ণগঞ্জ ছেড়ে গেছে।”
লাইনচ্যুত বগিগুলো রেখে ট্রেনটি গন্তব্যে গেছে বলে জানান তিনি।
মাসুদ সারওয়ার এও বলেন, কমিউটার ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় আটকা পড়েছিল খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’। সকাল ৮টা ৪০ মিনিটের ট্রেনটি ঢাকা ছেড়েছে ১২টা ৪০ মিনিটে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কমিউটার ট্রেনটি গোপীবাগে লাইনচ্যুত হয় বলে জানান ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন।
তিনি বেলা ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ট্রেনটি উদ্ধার করে লাইন সচল করার চেষ্টা করা হচ্ছে। এখনও কাজ চলছে।
“ট্রেন লাইনচ্যুত হওয়ায় সুন্দরবন এক্সপ্রেস আটকা পড়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো লাইন ক্লিয়ার হবে। তখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চালানো হবে।”
খুলনাগামী ‘সুন্দরবন একপ্রেস’ ট্রেনটি গত বছর থেকে পদ্মা সেতু হয়ে চলাচল করে আসছে।