“দুই বোনই ছিলেন অবিবাহিত, তারা মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে,” বলেন ওসি।
Published : 13 Nov 2023, 09:25 AM
ঢাকার হাজারীবাগের এক বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, দুজনের শরীরেই রয়েছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন।
হাজারীবাগ থানার ওসি আহাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার মধ্যরাতে কালুনগর এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
দুই বোনের মধ্যে জেসমিন আক্তারের বয়স ৪৪ বছর, আর নাসরিন আক্তারের ৩০। বড় বোনের গলা, আর ছোট বোনের পায়ের রগ কাটা ছিল বলে জানান ওসি।
কালুনগরের ওই বাসায় জেসমিন ও নাসরিন ছাড়াও তাদের মা ও ভাই থাকেন। বাবা অনেক আগেই মারা গেছেন। বৃদ্ধা মা অসুস্থ। ভাইয়ের একটি ছোট বৈদ্যুতিক সরঞ্জামের দোকান আছে পাশাপাশি নিজেও বৈদ্যুতিক মেরামতের কাজ করেন। তিন ভাইবোনের কেউ বিয়ে করেননি।
ভাইয়ের আয়ে সংসার চলত জানিয়ে ওসি বলেন, বড় বোন ৭ বছর বয়স থেকে এবং ছোট বোন ৩ বছর বয়স থেকে মানসিকভাবে অসুস্থ।
ঘটনার সময় ভাই বাসায় ছিলেন না। তিনি ফিরে এসে দুই বোনকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “বাসার কোনো মালামাল খোয়া যায়নি। দুই বোনের ঘরে একটি মোবাইল ফোন পাওয়া গেছে, সেটা ছোট বোন ব্যবহার করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
"ওই ফোন থেকে ১১টার দিকে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ডায়াল কল আর ৯৯৯ থেকে রিসিভড কলের লগ পাওয়া গেছে। তবে আমরা (থানায়) ৯৯৯ থেকে কোন ফোন পাইনি।"