আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
Published : 21 Aug 2023, 11:47 PM
ঢাকার বঙ্গবাজারের কাছে ‘গোল্ডেন প্লাজা' নামের একটি মার্কেটের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাত পৌনে ৯ টার দিকে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল ফারুক জানান, ছয় তলা বিশিষ্ট গোল্ডেন প্লাজার তৃতীয় তলায় আগুন লাগে।
“পুরো ভবনটির বিভিন্ন তলায় মার্কেট ও গুদাম। তৃতীয় তলার ৭ ও ৮ নম্বর ‘আনাম অ্যাপারেল'র কাপড়ের গুদামে আগুন লাগে। আগুনে দুই লাখ টাকার কাপড় ক্ষতিগ্রস্ত হলেও কোটি টাকার মালামাল রক্ষা পেয়েছে।”
আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে রাসেল বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।