সোহেল রানা মঙ্গলবার হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন।
Published : 02 Oct 2024, 08:29 PM
রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানি শেষে আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করে এবং আগামী ২১ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করে দেয়।
বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার সোহেল রানাকে ৬ মাসের জামিন দেয়।
ওদিন তার জামিনের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করবেন বলে জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন আরও অন্তত এক হাজার।
ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যাব। এর পর থেকে তিনি কারাগারে।
আরও পড়ুন-
রানা প্লাজা ধস: হত্যা মামলায় হাই কোর্টে সোহেল রানার জামিন
রানা প্লাজা: কাঁদলেন শ্রমিকরা, চাইলেন ক্ষতিপূরণ আর ন্যায়বিচার
রানা প্লাজা ধস: ৫৯৪ জনের মধ্যে সবে সাক্ষ্য ৮৪ জনের