উত্তরা পূর্ব থানার একটি মামলায় রিমান্ড শেষে ফের তাদের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
Published : 30 Jul 2024, 10:42 PM
ঢাকার মিরপুরের কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় যু্বদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত মঙ্গলবার তাদের পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন।
ঢাকার উত্তরা পূর্ব থানার একটি মামলায় রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মেট্রো স্টেশন ভাঙচুরের ঘটনায় মিরপুর মডেল থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো ও ১০ দিন জিজ্ঞাসাবাদের আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আসামিপক্ষে আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক তাদের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মিরপুরে কাজীপাড়া মেট্রো স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় গত ২৩ জুলাই মামলা করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর নিরাপত্তা ব্যবস্থাপক মো. গোলাম রসূল আজাদ। ওই স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগে ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
আন্দোলন ঘিরে সহিংসতার পর ঢাকায় বিভিন্ন মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের মধ্যে আটক হন যুব দল ঢাকা উত্তরের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর ও বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ।