হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের গল্প বলছে ‘নয়া ঠিকানা’।
Published : 08 Apr 2025, 12:45 PM
‘মাস্তুল’ সিনেমাটি ছাড়াও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'নয়া ঠিকানা'।
৩০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি নির্মাণ করেছেন শামসুদ্দীন আহমদ শিবলু।
মস্কোতে নির্বাচিত হওয়া নিয়ে নির্মাতা শিবলু গ্লিটজকে বলেন, "ভালো লাগছে সিনেমাটি নিয়ে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে আসতে পারব। উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে, সেই প্রক্রিয়া চলছে।"
স্বল্পদৈর্ঘ্য এই সিনেমায় অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয় প্রকাশ চৌধুরী, ওবায়দুল হায়দার সাগর।
সিনেমার গল্পে দেখা যাবে হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের গল্প। পাশাপাশি ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কারণেও অনেক সময় মানুষকে যে বাধ্য হয়ে নিজের জন্মভূমি ছেড়ে অজানার পথে পা বাড়াতে হয়, সেই গল্পই সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা।
'নয়া ঠিকানা' নিয়ে নির্মাতা বলেন, “শেকড়হীন একজন মানুষের জীবন কাটে ভাসমান কচুরিপানার মত। তার ছোট একটা ঘরও পানিতে ভেসে যায়। তার ঠিকানা খোঁজার গল্প নিয়েই এগিয়েছে সিনেমা।"
২০২১ সালের কিশোরগঞ্জে সিনেমাটির শুটিং হয়েছে।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বসতে যাচ্ছে আগামী ১৭ এপ্রিল, পর্দা নামবে ২৪ এপ্রিল।
উৎসবে এই সিনেমার পাশাপাশি জায়গা করে নিয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমা ‘মাস্তুল’।
এর আগে ৪৪ তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’, ৪৫ তম আসরে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ এবং ৪৬তম আসরে আসিফ ইসলামের 'নির্বাণ' মস্কো চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়।