এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
Published : 31 Oct 2023, 05:33 PM
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বাস আগুনে পুড়ে গেছে। পুলিশ বলছে, যাত্রীবেশী দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বাসটিতে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক।
তিনি বলেন, এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের বাসটি গুলিস্তান থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। আগুন লাগার খবর পেয়ে ৩টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মো. আকতারুল ইসলাম বলেন, “আমরা জেনেছি যাত্রীবেশী দুর্বৃত্তরাই আগুন দিয়ে পালিয়েছে। আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি।”