বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন।
Published : 06 Apr 2025, 06:05 PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ ও প্রশাসন শাখার পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক বি.এম. আব্দুল হান্নান।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তার এই বদলির কথা জানানো হয়।
বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি আগামী ১৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল হতে ‘অবমুক্ত’ হবেন। নইলে একই তারিখ ‘অপরাহ্ন’ থেকে তিনি অবমুক্ত হিসেবে গণ্য হবেন।