ব্রাজিলিয়ান ফুটবল
Published : 07 Apr 2025, 08:48 PM
কর্নারের কাছাকাছি জায়গায় শট না নিয়ে হুট করে বলের উপর দাঁড়িয়ে গেলেন মেমফিস ডিপাই! প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণ হারালেন করিন্থিয়ান্স ফরোয়ার্ড। বল চলে গেল মাঠের বাইরে। মেমফিসের কাণ্ডে ধাক্কাধাক্কিতে জড়ালেন দুই দলের খেলোয়াড়রা, হাতিহাতির উপক্রম হলো। এ নিয়ে চলমান বিতর্কের মধ্যে এখন থেকে বলের উপর কেউ দাঁড়ালে তাকে হলুদ কার্ড দেখাতে রেফারিদের নির্দেশ দিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
গত ২৭ মার্চ পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পালমেইরাসের মুখোমুখি হয় করিন্থিয়ান্স। ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়। প্রথম লেগে ১-০ গোলে জেতায় শিরোপা ঘরে নেয় ডিপাইয়ের দল।
এই ঘটনার তিন দিন পর দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল ও বলিভিয়া ম্যাচে দুই জন খেলোয়াড় বলের উপর দাঁড়ানোয় হলুদ কার্ড দেখেন।
সিবিএফ রোববার এক বিবৃতিতে জানায়, কনমেবলের পরামর্শ অনুযায়ী হলুদ কার্ড দেখানোর ও ইনডারেক্ট ফ্রি কিক দেওয়ার জন্য রেফারিদের নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে বেশ চটেছেন বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড মেমফিস।
“যে নিয়ম খেলাটার উন্নতি করতে পারে চলুন সেদিকে নজর দেওয়া যাক। ফুটবলের ব্যবসার দিকটায় মনোযোগ দেওয়া যাক। এই ধরনের অর্থহীন ঘোষণা না দিয়ে ক্লাবগুলো, সমর্থকরা এবং খেলোয়াড়রা কি সুবিধা পেতে পারেন সেদিকটা নিয়ে ভাবা যাক।”