গত ২২ সেপ্টেম্বর হামিদুরকে গৃহায়ণ ও গণপূর্তে সচিবের দায়িত্বে বসিয়েছিল অন্তর্বর্তী সরকার।
Published : 06 Apr 2025, 08:09 PM
জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার দুই দিনের মাথায় অবসরে গেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মো. হামিদুর রহমান খান।
এছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে দেওয়া হয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিবের দায়িত্ব।
আর স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে ওই পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এসব রদবদলের তথ্য জানা যায়। এর মধ্যে কামাল উদ্দিন ও নিজাম উদ্দিনের দায়িত্বে রদবদল আনার প্রজ্ঞাপন দুটি রোববারের।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হামিদুর রহমান খানকে ২৫ মার্চ এক আদেশে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে ওইদিনই তাকে পদোন্নতি দিয়ে আরেক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে তাকে আগের মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ২৭ মার্চ আরেক প্রজ্ঞাপনে হামিদুর রহমানকে অবসরে পাঠানোর কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সঙ্গে ২৫ মার্চের ওএসডির প্রজ্ঞাপনটিও বাতিল করা হয়।
দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ২২ সেপ্টেম্বর হামিদুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে বসিয়েছিল অন্তর্বর্তী সরকার। এ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আদিলুর রহমান খান।
দায়িত্বে রদবদল আসা আরেক কর্মকর্তা কামাল উদ্দিন গত ২৫ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। তার আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন তিনি।
নিজাম উদ্দিন ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে। গত ৩০ ডিসেম্বর পদোন্নতি পেয়ে হন স্থানীয় সরকার বিভাগের সচিব।