২০২৩ সালে নয়া পল্টনে সংঘর্ষে মারা যান যুবদল নেতা শামীম মোল্লা। গত ২৪ সেপ্টেম্বর এই ঘটনায় মামলা হয়। সেই মামলায় জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Published : 24 Oct 2024, 09:51 PM
এক বছর আগে নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘাতে যুবদল নেতা শামীম মোল্লার মৃত্যু ঘটনায় করা হামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামালকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তা তাকে রিমান্ডে নেওয়ার যে আবেদন করেছে, তার ওপর শুনানি হবে আগামী ৩০ অক্টোবর।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন।
আদালতের পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, তাকে (শেখ জামাল) আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
সাংবাদিক শেখ জামাল আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতেও আছেন। গত রাত দুইটার দিকে তাকে ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গত ৫ অগাস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ জামাল সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন।
গ্রেপ্তারের পর শামীম মোল্লা হত্যা মামলায় তাকে কারাগারে তোলা হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে বিএনপির ‘মহাসমাবেশের’ দিন সংঘর্ষের মধ্যে যুবদল নেতা শামীমের প্রাণ যায়।
আওয়ামী লীগ সরকার পতনের পৌনে দুই মাস পর গত ২৪ সেপ্টেম্বর পল্টন থানায় এই ঘটনায় মামলা করা হয়।
এই মামলায় সাবেক বিএনপি নেতা ও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে চেয়ারম্যান পদ পাওয়া শমসের মবিন চৌধুরীকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।