দূষণ রোধে মে মাস থেকে সড়কে চলা পুরনো বাস ধাপে ধাপে তুলে দেওয়ার কথাও বলেন তিনি।
Published : 27 Mar 2025, 11:35 PM
বাংলাদেশে বায়ুদূষণের পেছনে প্রতিবেশী দেশগুলোরও দায় রয়েছে বলে মনে করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এজন্য আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনের কথা তুলে ধরে তিনি বলেছেন, “বাংলাদেশের বায়ুদূষণের ৩০-৩৫ শতাংশ আসে প্রতিবেশী দেশগুলো থেকে। তাই এ সমস্যা সমাধানে রাজনৈতিক আলোচনার গণ্ডি পেরিয়ে বাস্তব পদক্ষেপ ও আঞ্চলিক সহযোগিতা জরুরি।”
বৃহস্পতিবার কলম্বিয়ার কার্টাগেনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় বৈশ্বিক সম্মেলনের এক সাইড ইভেন্টে ভিডিও কলে অংশ নিয়ে এ কথা বলেন।
ঢাকার মত শহরগুলোতে মানুষের গড় আয়ু ৫-৭ বছর কমে যাওয়ার তথ্য দিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, “বাংলাদেশে প্রতিবছর বিপুল মানুষের মৃত্যুর জন্য দায়ী বায়ুদূষণ। এই সংকট আমাদের সবার জন্য, আমাদের শিশু, বাবা-মা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। নিষ্ক্রিয়তার মূল্য অনেক বেশি, আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।”
ঢাকার আশেপাশের এলাকাগুলো ‘ইটভাটা মুক্ত এলাকা’ ঘোষণার পরিকল্পনার কথা বলেন রিজওয়ানা। সেইসঙ্গে আসছে মে মাস থেকে সড়কে চলা পুরনো বাস ধাপে ধাপে তুলে দেওয়ারও কথা বলেন তিনি।