সিলেট বিএনপির রোডমার্চ কর্মসূচি ঘিরে জড়ো হওয়া মানুষই এ হামলায় জড়িত বলে অভিযোগ করেছেন নাট্যকর্মীরা।
Published : 20 Jan 2024, 08:58 AM
সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, “নাট্যকর্মীদের উপর এধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
হামলার শিকার নাট্যকর্মীদের বরাত দিয়ে উদীচীর বিবৃতিতে বলা হয়, সিলেটে তিন দিনব্যাপী নাট্য উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার চূড়ান্ত মহড়া চলছিল। সেসময় একদল যুবক মহড়ায় নানা ধরনের বিঘ্ন সৃষ্টি করে। তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়ার কিছুক্ষণ পরই দুই-তিনশ মানুষ একসাথে নাট্যকর্মীদের উপর হামলা চালায়। এতে অন্তত ১০ থেকে ১৫ জন্য নাট্যশিল্পী আহত হন।
সিলেট বিএনপির রোডমার্চ কর্মসূচি ঘিরে জড়ো হওয়া মানুষই এ হামলায় জড়িত বলে অভিযোগ করেছেন নাট্যকর্মীরা।
উদীচী শিল্পীগোষ্ঠীর প্রচার ও তথ্যপ্রযুক্তি বিভাগের সম্পাদক কংকন নাগের পাঠানো বিবৃতিতে বলা হয়, “দেশের জেলা-উপজেলা পর্যায়ে দীর্ঘদিন ধরেই মঞ্চে হামলা চালানো, অনুষ্ঠান চলার সময় শিল্পীদের উপর হামলা করা, সংস্কৃতি কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানোসহ নানাভাবে সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবারের হামলা তারই ধারাবাহিকতা বলে মনে করে উদীচী।”
নাট্যকর্মীদের উপর হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় বিবৃতিতে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)