মিরপুর এক নম্বর ঈদগাহ মাঠ এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে।
Published : 16 Apr 2025, 02:34 PM
রাজধানীর মিরপুরে ইন্টারনেট ব্যবসার ‘বিরোধের জের ধরে’ দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর এক নম্বর ঈদগাহ মাঠ এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে বলে শাহ আলী থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন।
আহত ২৫ বছর বয়সী সাজ্জাদ হোসেন রকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই যুবক একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কাজ করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, “এলাকার আধিপত্য ও ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বে এই ঘটনা ঘটে। যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের ডিটেক্ট করেছি। ”
গুলিবিদ্ধ রকিকে বিরোধে জড়ানো দুই পক্ষের একজন হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাজ্জাদের বন্ধু মো. শান্ত বলেছেন, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে সাজ্জাদসহ তিন বন্ধু মিরপুর এক নম্বর সেকশনে ঈদগাহ মাঠের পাশে চায়ের দোকানে যাচ্ছিলেন।
“সেখানে যুবদলের একটি কার্যালয়ের সামনে গণ্ডগোল হচ্ছিল। এ সময় কেউ একজন এলোপাতাড়ি গুলি করা শুরু করলে সাজ্জাদ গুলিবিদ্ধ হয়।“
পরে সাজ্জাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন শান্ত।