Published : 28 Oct 2024, 03:29 PM
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ফারাহ দীবার বয়স ষাট বছরের বেশি। তার স্বামী কাজী আব্দুল মতিন বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত উইং কমাণ্ডার।
রোববার দুপুরে ডিওএইচএস এর ১০ নম্বর সড়কের ওই বাসা থেকে মরদেহ উদ্ধারের কথা জানিয়ে ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার পহন চাকমা বলেছেন, বিষয়টি ‘গুরুত্বের সাথে নিয়ে’ তদন্ত করছেন তারা।
“দেখে মনে হয়েছে, আজ সকালের দিকে ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে আমরা দুপুরের দিকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”
ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। দুপুরে তার মেয়ে বাসায় এসে মায়ের লাশ দেখে পুলিশে খবর দেন। বাসা থেকে বেশ কিছু মালামাল লুট হয়েছে বলেও পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছেন।
কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে প্রশ্ন করলে পহন চাকমা বলেন, “সে ব্যাপারে তদন্ত চলছে। সহসাই প্রকৃত খুনিকে গ্রেপ্তার করতে পারব।”